
গত ১০ ফেব্রুয়ারি -২০২৫ইং, সোমবার ময়মনসিংহের স্থানীয় দৈনিকজাহান পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায়, অনলাইন মিডিয়া ত্রিশালে প্রকাশ্যে চলছে জুয়া পুলিশ বলছে জানেনা শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সাংবাদে ত্রিশাল উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক দাবী করে বক্তব্যদেন মন্টু মিয়া যা সত্য নয়।
ত্রিশাল উপজেলা কৃষক দলে মন্টু মিয়া নামে কোন যুগ্ম আহবায়ক নেই এবং এ নামে কোন সদস্য নেই। এ ধরনের ভূয়া ও বিত্তিহীন পদ পদবী ব্যবহার করায় ত্রিশাল উপজেলা কৃষক দলের সুনাম খুন্ন হয়েছে। বিষয়টির জন্য তীব্র নিন্তা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি ও সদস্য সচিব ইউসুফ আলী।