
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দল এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ময়মনসিংহ বিএনপি অফিস এর সামনে মিছিল নিয়ে জমায়েত হয়।
জমায়েত হওয়ার পর অফিসের সামনে ময়মনসিংহ জেলা দক্ষিণ তাঁতী দলের সভাপতি মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব রতন আকন্দ, ময়মনসিংহ জেলা দক্ষিণ তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন মন্ডল,বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্য ও কর্মীবৃন্দ।
বক্তব্য শেষে মিছিলটি ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে আবার বিএনপি অফিসের সামনে ময়মনসিংহ জেলা দক্ষিণ তাঁতী দলের সভাপতি মোঃ রুহুল আমীন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করা হয়।