
ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছায় রক্তদান উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঈদের তৃতীয় দিনে অনুষ্ঠিত দিনব্যাপী আদর্শ সমাজ কল্যাণ ও রক্ত দান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান উদ্বোধন করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন আন্ধারিয়াপাড়া মার্কাজ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মাহতাবউজ্জামান, পরিচালনায় প্রতিষ্ঠাতা পরিচালক মামুনুর রশীদ মামুন।
এসময় উপস্থিত ছিলেন রক্তদানের মাওলানা ইসমাইল হোসেন মোফাজ্জল, প্রধান উপদেষ্টা আবু সাইদ জুয়েল মাষ্টার, মাসুদ পারভেজ খান, অন্তর প্রমুখ।
অধ্যক্ষ মোহাঃ সিরাজুল ইসলাম বলেন,আল্লাহ তায়ালাকে খুশি করার জন্য এই কাজটি করা।এটা অরাজনৈতিক সংগঠন মানুষের সেবার করার জন্য এই সংগঠন।সংগঠনের দীর্ঘায়ু কামনা করছি।
