Header Image

অন্ধ শিল্পী তমিজ উদ্দিনের জীবন এখন সংগ্রামের নাম

 

রাকিবুল হাসান ফরহাদ:

এক সময়ের সুরের যাদুকর তমিজ উদ্দিন (৬৭) আজ যেন হারিয়ে যাওয়া এক অন্ধ শিল্পীর নাম। বয়সের ভারে নুয়ে পড়েছেন, চোখে দেখেন না, চলাফেরায় অক্ষম। অথচ এক সময় হাটে-বাজারে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন এই লোকগানের মানুষটি।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের চাউলাদি গ্রামের আনিবাড়িতে জন্মগ্রহণ করেন তমিজ উদ্দিন। মাত্র ১৫ বছর বয়সে গান গাওয়া শুরু করেন। লোকসংগীতের প্রতি ভালবাসা আর সাধনাই তাঁকে পরিচিত করিয়ে দেয় স্থানীয় সমাজে।

বর্তমানে তাঁর পরিবারে রয়েছেন একমাত্র ছেলে, ছেলের স্ত্রী ও নাতি-নাতনিসহ সাত সদস্য। একমাত্র ছেলের সামান্য উপার্জনেই চলছে তাঁদের জীবন। চোখে না দেখা ও বয়সজনিত সমস্যার কারণে বিছানায় পড়ে রয়েছেন তিনি।

তমিজ উদ্দিন বলেন, ছোটবেলা থেইকাই গান গাইতাম। হাট-বাজারে মানুষ আমার গান শুনতো, হাততালি দিত। এখন চোখে দেখি না, গলায় আগের মতো জোর নাই। সংসার চলে ছেলের আয় দিয়ে। কষ্টে আছি, সরকার বা কেউ সহায়তা করলে একটু বাঁচা যাইতো।

থমকে যাওয়া জীবনের গল্প নিয়ে তমিজ উদ্দিন ও তাঁর পরিবার অপেক্ষায় আছেন সরকারি সহায়তা কিংবা সমাজের সহানুভূতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!