Header Image

যৌথ ব্যবসার নামে ৫০ লাখ টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক ব্যক্তি যৌথ ব্যবসার নামে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চেক ডিজঅনার, প্রতারণা ও হুমকির অভিযোগও রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

অভিযোগকারী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামের মৃত আবুল হোসেন ফকিরের ছেলে মকবুল হোসেন ফকির (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামের মৃত পানে উল্লাহর ছেলে মোঃ নজরুল ইসলামের (৫৫) সাথে মাছের খাদ্যের একটি যৌথ ব্যবসা শুরু করেন। সে সময় নজরুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স মা ফিশারিজে ৫০ লাখ টাকা মূলধন হিসেবে বিনিয়োগ করেন। বিনিয়োগের স্বপক্ষে নজরুল ইসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ত্রিশাল শাখার একটি চেক (হিসাব নম্বর: ২০৫০৩৪৫০১০০২৫৩০০৯) প্রদান করেন। সম্প্রতি ব্যাংক ওই চেকটি ডিজঅনার করে দেয়।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন পেরিয়ে গেলেও নজরুল ইসলাম বিনিয়োগের অর্থ বা কোনো লভ্যাংশ ফেরত দেননি। সর্বশেষ গত ৫ এপ্রিল (শনিবার) আনুমানিক সকাল সাড়ে ১১টায় ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামে নজরুল ইসলামের বাড়িতে গিয়ে টাকা চাইলে তিনি অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং মারধরের চেষ্টা করেন। পাশাপাশি খুন-জখমের হুমকি দিয়ে টাকা ফেরত না দেওয়ার কথা বলে সেখান থেকে তাড়িয়ে দেন। ঘটনাটি উপস্থিত স্থানীয় লোকজন প্রত্যক্ষ করেন বলে জানান মকবুল হোসেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, “আমি ইতোমধ্যে তাকে ৫ লাখ টাকা পরিশোধ করেছি। আরও ১১ লাখ টাকা তার পাওনা থাকতে পারে, সে টাকাও দিয়ে দেব।”

অন্যদিকে, নজরুল ইসলামের ছেলে পাবেল জানান, “আমাদের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। তবে বর্তমানে তার কোনো টাকা পাওনা নেই। বরং সে আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।”

পরিবার ও আত্মীয়স্বজনের পরামর্শে স্থানীয়ভাবে মীমাংসার ব্যর্থ চেষ্টার পর অবশেষে ভালুকা থানায় অভিযোগ দায়ের করেন মকবুল হোসেন।

ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!