
রাকিবুল হাসান ফরহাদ:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলটিয়া চেলেরঘাট চান্দেরটিকি রোড়ে একটি সাউন্ড সিস্টেমের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক মো: আবু হানিফ প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন।
দোকান মালিক আবু হানিফ (৪৫), পিতা-মৃত আবুল কালাম, মাতা-মোছা: সাহেরা খাতুন, সাং-আউলটিয়া, ৬নং ত্রিশাল ইউনিয়নের বাসিন্দা। তিনি জানান, প্রতিদিনের মতো গত ৬ মে দিনব্যাপী দোকান পরিচালনার পর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে দোকান বন্ধ করে বাসায় ফিরে যান। পরদিন ৭ মে সকালে আনুমানিক ৭টায় দোকানে এসে দেখতে পান, দোকানের তালা ভাঙা এবং ভেতরের মালামাল চুরি হয়ে গেছে।
তিনি আরও জানান, অজ্ঞাত চোর বা চোরেরা পূর্ব থেকে তার দোকান নজরদারিতে রেখেছিল বলে সন্দেহ করছেন। রাত ১১টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টার মধ্যবর্তী সময়ে এ চুরির ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। চুরি যাওয়া মালামালের মোট মূল্য প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা বলে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ত্রিশাল থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
