
রাকিবুল হাসান ফরহাদ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) দুপুর ১২টায় ত্রিশাল কনভেনশন সেন্টারে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
সভাপতিত্ব করেন উপপরিচালক ড. মোছা. নাছরিন আক্তার বানু। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার মো. সালাহউদ্দিন কায়সার।
স্বাগত বক্তব্য দেন ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদা তাহমিনা।
অনুষ্ঠানে বক্তারা কৃষিখাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা তৈরি ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে ‘পার্টনার’ প্রকল্পের অবদান তুলে ধরেন।
কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক, কৃষাণী, উদ্যোক্তা ও কর্মকর্তারা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সাফল্যের গল্প ভাগাভাগি করেন।
