Header Image

ভালুকাবাসীকে ঈদের শুভেচ্ছা ও সচেতনতার আহ্বান ইউএনও’র

রাকিবুল হাসান ফরহাদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভালুকা উপজেলার সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

তিনি বলেন, “ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সাম্যতার। আসুন, আমরা সকলে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করি এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলি।”

এসময় তিনি কোরবানির পর গরু বা অন্যান্য পশুর বর্জ্য যথাযথভাবে নিষ্পত্তির বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। তিনি বলেন, কোরবানির সময় পশুর রক্ত ও বর্জ্য যেন অপরিকল্পিতভাবে রাস্তাঘাটে বা খোলা জায়গায় না ফেলা হয়। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকিরও আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। একটি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু ঈদের জন্য নয়, প্রতিদিনের জীবনের জন্য জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!