
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় উপজেলার রাজৈ ইউনিয়নে গলইঘাট বিলের চুক্তি অনুযায়ী মাছ চাষের জমির অগ্রিম ভারা পরিশোধ করে ও মাছ চাষ করতে পারছেনা মৎস্য খামারি শাহীন আলম।
মাছচাষী শাহিন আলম অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরেই আমি ওই জমিতে মাছ চাষ করে আসছি। জমির মালিকরা অগ্রিম টাকা নিয়ে আমার সঙ্গে স্ট্যাম্প চুক্তির মাধ্যমে জমি ভাড়া দিয়েছেন।
কয়েকদিন আগে আমি খামারে মাছের পোনা ছাড়তে গেলে জনৈক আব্দুস সালাম আমাকে মাছের পোনা ছাড়তে নিষেধ করে। এবং আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে, এ ঘটনায় আমি মডেল থানা য় লিখিত অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়ভাবে এক লক্ষ টাকা আব্দুস সালাম দিয়ে আপোষ করে আমি মাছ চাষ শুরু করি।
আপোষের পরও এখন আবার আমার মাছ চাষে বাধা প্রদান করে আসছে, এবং আরোও টাকা দাবী করছে।
আমি যদি মাছের পোনা খামারে দিতে না পারি তাহলে আমার প্রায় দশ, পনের লক্ষ টাকা ক্ষতি হবে।
স্থানীয় ফারুক জানান গলইঘাট বিল আমাদের ছিল আমরা অনেক বিক্রি করে দিয়েছি এখন মাছ চাষ ভালো ভাবে চলছে কেন সালাম চাচা বাধা দিচ্ছে আমরা জানিনা এখানে কোন সমস্যা নাই।
স্থানীয় কৃষক জানান আমরা শাহীনের কাছ থেকে অগ্রিম ভারা নিয়েছি সে মাছ চাষ করছে এখানে জবর দখল শাহীন করেনাই।
বিথি আক্তার আক্তার জানান আমরা তাকে আগে বিল দিয়েছিলাম এখন দিবনা তার মেয়াদ শেষ।
আব্দুস সালামের ছেলে নূর মোহাম্মদ বলেন, “এখানে আমাদের ২১শতক জমি রয়েছে মাছ চাষ করার কারনে আমাদের ভিটা ভেঙে যাচ্ছে তাই আমরা মাছ চাষে বাধা প্রদান করি।
তবে আব্দুস সালামের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।
মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।