
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি.
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বরে গতকাল বিকাল ৫ টার সময় নড়াইল এক্সপ্রেস অতিরিক্ত টাকা যাত্রীদের কাছ থেকে নেওয়ায় জরিমানা হয়েছে।
উপরের উল্লেখিত বিষয়ে যুবরাজ হাওলাদার সাংবাদিকের এক সাক্ষাৎকারের সময় তিনি বলেন, ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ড নড়াইল এক্সপ্রেস এর কাউন্টারে টিকিট আনতে গেলে অসীম ও জমসের খা ৫০০ টাকা রেখে আমাকে ঢাকা যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্যে একটি টিকিট ধরিয়ে দেন আমি তাৎক্ষণিকভাবে বললাম ৩০০ টাকার ভাড়া ৫০০ টাকা কেন? তিনরা বলেন ,এখন ৫০০ টাকা ভাড়া, আপনি কি যাবেন? বাধ্য হয়ে টিকিট নিতে হলো।
পরে লিটন সিকদার পেজ থেকে ওই টিকিট এর কপি করে ফেসবুকে পোস্ট করলে সামাজিক গণমাধ্যমে প্রচার এর মাধ্যমে ভাইরাল হলে এফ ,আই, ইউ মোঃ নুরুল ইসলাম এর সাথে কথোপকথন হলে তিনি তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ দায়িত্বরত সেনাক্যাম্প কমান্ডার সাদনান এর সাথে যোগাযোগ হওয়ার পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন সেনা ক্যাম্প কমান্ডার সাদনান, তিনি যাত্রী এবং ড্রাইভার ও সুপারভাইজার এর সার্বিক কথা শোনার পরবর্তীতে ২০০ টাকা নেওয়া, সুপারভাইজার কে ফেরত দিতে বলেন এবং সাদনান নিজে সরজমিনে থেকে প্রত্যেক যাত্রীদের ২০০ টাকা নিজে হাতে তুলে দেন, পরে কাশিয়ানী সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল নড়াইল এক্সপ্রেস এর চারটি গাড়ির চালকদের অতিরিক্ত টাকা আদায়ে নিম্ন নামধারী চালককে আর্থিক জরিমানা করেন,
ঢাকা মেট্রো বা-১৪৭৩১৫ বাসের চালক আজিজ খন্দকার ১০০০ টাকা, ঢাকা মেট্রো ব-১৫৮৬৪৬ বাসের চালক মাসুদকে ৩০০০ টাকা, চালক রিপন মোল্লা- জরিমানা পরিমাণ; ১০০০ টাকা, চালক মূল্য শিকদার-৪০০০ টাকা, এবং বাসের হেল্পার প্রকাশ্যে ধূমপান করায় ৩০০ টাকা জরিমানা করেন।