
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ভালুকায় মাত্র ৫০০ টাকা না পেয়ে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছেন স্বপন মিয়া (৩৮) নামে এক ব্যক্তি। হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে পালিয়ে যান তিনি। অবশেষে গাজীপুরের ভাংনাহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম সাবিনা ইয়াসমিন (৩২)। ঘটনাটি ঘটে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার সীডস্টোর বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায়।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগের দিন ৬ জুন সকালে স্বপন মিয়া তার স্ত্রীর কাছে ৫০০ টাকা দাবি করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে সাবিনার মাথায় আঘাত করেন স্বপন। পরে ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপ মেরে স্ত্রীকে হত্যা করেন। হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রেখে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পর স্বপন প্রথমে চলে যান তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জে। এরপর আত্মগোপন করেন মেয়ের বাড়ি, মামার বাড়ি হয়ে গাজীপুরের ভাংনাহাটি এলাকায়।
ঈদের পরদিন, ৮ জুন খাটের নিচ থেকে সাবিনার লাশ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুন বিকেলে গাজীপুরের একটি মেসে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় তার লাল পাঞ্জাবির পকেট থেকে নিহত স্ত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল ও বটিও জব্দ করেছে পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।