
রাকিবুল হাসান ফরহাদ :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটভাটার পাশে ২৩ বছর বয়সী হাফিজুল ইসলাম রনি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রনি ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।
সোমবার (১৬ জুন) সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে, ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রনি সম্প্রতি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, “ঘটনার তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।