Header Image

ভালুকা ওয়ার্ড বিএনপির সভাপতি ও ছেলে বিরুদ্ধে দোকানপাটে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও তার ছেলে ইমরামের বিরুদ্ধে দোকানপাটে হামলা,ভাঙচুর,লুটপাটের ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোক্তভোগি স্কুল শিক্ষক মোঃ আবু হানিফা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময়।

অভিযোগ সূত্রে জানাযায়, আবু হানিফ জামিরদিয়া মৌজার ৫২ ও ৪৭ দাগের ২৭ শতাংশ জমিতে ১৫টি রুম নির্মাণ করে ৩০/৩৫বছর ধরে শান্তিপূর্ণভাবে ভাড়া দিয়ে ভোগদখলে আছেন। ঘটনার রাতে ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ডাক্তার ও তাঁর ছেলে ইমরাম, সাইদুল ইসলাম,কামরুল ইসলাম,মফিজ উদ্দিন ও নাজমুল হকের নেতৃত্বে দোকানপাটে হামলা করে এবং ভাঙচুর ও লুটপাট করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। হামলাকারীরা ভাড়াটিয়াকে বুধবার সকাল ৮টার মধ্যে দোকান ছেড়ে চলে যেতে ও প্রাণনাশের হুমকি দেয়। রাতে আধারে দোকানপাট ভাঙচুর ও লুটপাটে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

শফিকুল ইসলাম বলেন,“আমি ওই জমির মালিক। তবে আবু হানিফ ওই জমি ৩৫/৩৫ বছর যাবৎ জোরপূর্বক ভোগ দখলে আছেন। ওই জমি নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকটি সালিশ দরবার হয়েছে। তারা দরবারে বসে বারবার দলিলপত্র সংগ্রহের কথা বলে সময় নেয়। কিন্ত দলিলপত্র নিয়ে পরবর্তীতে সালিশে বসে না”।

ভুক্তভোগী আবু হানিফা জানান, অভিযুক্তদের মধ্যে ইমরান নামের একজনের বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। ওই সম্পত্তি আরওআর এর মালিকদের কাছ থেকে ক্রয় করে নামখারিজ করে ভোগ দখলে আছেন। ইমরানের বিরুদ্ধে নানা সময় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!