
আজ ধোবাউড়া উপজেলার গোয়তলা ইউনিয়নের ছনাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এ বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উৎযাপিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফজলে রাব্বি, বিশেষ অতিথি নুরুল আমিন – প্রধান শিক্ষক মাটিখলা উচ্চ বিদ্যালয়,ওয়াসিম আকরাম সহকারী শিক্ষক জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউপি সদস্য সেরিদা আক্তার, মনিরিং অফিসার ম্যাগডালিন তজু,ইউসি মাহবুবুর রহমান, ৭ টি দলের এস আর জি সদস্য বৃন্দ,ব্যবসায়ীগণ, গোলাপ সংলাপ কেন্দ্রের কিশোরীবৃন্দ,স্থানীয় অভিবাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।
এরপর ৭ টি দলের এস আর জি সদস্যবৃন্দ ও গোলাপ কিশোরীদের মাঝে বৃক্ষ বিতরণ করেন সম্মানিত প্রধান অতিথি,বিশেষ অতিথি বৃন্দ।
