
আনোয়ার হোসেন তরফদার
ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। উপজেলা কৃষি অফিস আয়োজিত এ মেলার প্রতিপাদ্য— ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’। মেলা চলবে শনিবার (২১ জুন) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।
ভালুকা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষকের প্রায় ৩০ প্রজাতির ফল রয়েছে মেলার স্টলে।
সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন নাহার ভূঁঞাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
এই আয়োজনে দর্শনার্থীরা সরাসরি চাষি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে রাসায়নিকমুক্ত দেশি ফল কিনতে পারবেন এবং ফল চাষ সম্পর্কিত নতুন প্রযুক্তি ও ধারণা সম্পর্কে জানতে পারবেন।