
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ত্রিশালের আলোচিত ব্যবসায়ী তাহমিনা বেগম মিনা (৪২) কে বিপুল পরিমাণ গাজা সহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার দরিরামপুর মৃধাবাড়ী মোড় সংলগ্ন বাইল্লা বাড়ির জনৈক শাহজাহান (৪৮) এর বসত-বাড়িতে শনিবার সকাল সাড়ে ৯টার সময় ত্রিশাল থানা পুলিশের একটি দল অভিযান পরিচলনা করে বিপুল পরিমাণ গাজা সহ আলোচিত মাদক সম্রাজ্ঞী তাহমিনা বেগম মিনা (৪২) কে গেফতার করে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাজা সহ আলোচিত মাদক ব্যবসায়ী মিনাকে গ্রেফতার করতে সক্ষম হই। সে পূর্বেও একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়ে জামিনে এসে মাদক ব্যবসায় জড়িয়ে পরে। তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।