Header Image

ভালুকায় পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও পেথিডিন ইনজেকশনসহ আটক ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় পৃথক তিন অভিযানে হেরোইন, ইয়াবা এবং নিষিদ্ধ পেথিডিন ইনজেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভালুকা মডেল থানা। রবিবার (২২ জুন) রাতে এসব অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানা পুলিশ ও ভালুকা সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মেদুয়ারী এলাকার বাকসাতরা মোড় বাজারের চা দোকানের সামনে অভিযান চালিয়ে মো. আতিকুর রহমান (৩৫) কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে যৌথ বাহিনী। তিনি মেদুয়ারী গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ৮(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৪৬। জানা যায়, তার বিরুদ্ধে আরও ৫টি মাদক মামলা রয়েছে।

অপর দিকে রাত সাড়ে ৩টায় উপজেলার মাহমুদপুর ব্রিজ ঘাট এলাকার আনন্দ সাব্বির অটো ওয়ার্কশপের সামনে থেকে মো. মনিরুজ্জামান (৩০) কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি মাহমুদপুর গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা। এ ঘটনায় ভালুকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৪৭।

একই দিন ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে যৌথবাহিনীর চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. ফারুক মিয়া নামে এক ব্যক্তি আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস পেথিডিন ইনজেকশন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা। আটক ফারুক নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম কাটলী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৪৮। তার বিরুদ্ধেও ১৪টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!