
আনোয়ার হোসেন তরফদার
ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল।
মঙ্গলবার ২৪ শে জুন ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিল টি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় যুবদলের ওয়ার্ড, ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল বলেন, যদি আওয়ামী লীগের কেহ মাঠে এসে অরাজকতা সৃষ্টি করে তাহলে তাদের কে যুবদল রাজপথে থেকে মোকাবিলা করবে।