মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ২৬ জুন সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ জাফর উল্ল্যাহ কাজল। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় উপ পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুর রহমান, ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম,জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমীর মোঃ আব্দুল করিম। এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক,জুলাই আন্দোলনে নিহত শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, জুলাই আন্দোলনের সমন্বয়কারী মেহেদী হাসান সিয়াম,সেতু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা খালেদ মাহমুদ চৌধুরী,বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহের আহ্বায়ক অলি উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সমন্বয়কারী মাজহারুল ইসলাম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান সহ প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা অফিসে কর্মরত প্রসিকিউটর সৈকত দত্ত।
আলোচনার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।