রাকিবুল হাসান ফরহাদ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানারঘাট বাজারে রনি হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৭ জুন) দুপুরে বাজারের মূল সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, রনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ১১ দিন পেরিয়ে গেলেও মূল আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি, যা খুবই উদ্বেগজনক।
বক্তারা অভিযোগ করে বলেন, আসামিদের না ধরা ত্রিশাল থানার ওসির গাফিলতি, না-কি এর পেছনে রয়েছে কোনো প্রভাবশালী মহলের চাপ—তা নিয়ে জনমনে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, যা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ১৬ জুন সকালে ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটভাটার পাশে হাফিজুল ইসলাম রনি (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রনি ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই তারেক হাসানের সাথে কথা বললে তিনি বলেন,পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সংস্থা রহস্য উদঘাটনের জন্য করে যাচ্ছে।
এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।