
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ছোটপুল বাজারে নূর মোহাম্মদ নামের এক যুবককে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৩০ জুন) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন শতাধিক স্থানীয় নাগরিক।
মানববন্ধনে বক্তারা বলেন, নূর মোহাম্মদ একজন সহজ-সরল ও সবার প্রিয় যুবক ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষ। তারা জানান, এলাকায় আইনশৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া অনেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে “নূর মোহাম্মদের হত্যাকারীদের ফাঁসি চাই” স্লোগান দেন।