Header Image

বর্ণিল আয়োজনে এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে এনাম ডেন্টাল কেয়ার এন্ড আই কেয়ার
ত্রিশালের অন্যতম সাস্হ্য সেবা দানকারী প্রতিষ্ঠান ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে গত মঙ্গলবার ।

এ উপলক্ষে ত্রিশাল পৌর সভার দরিরামপুর বাস্ট্যান্ড হযরত আলী মার্কেট তৃতীয় তলা প্রতিষ্ঠানটির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনাম ডেন্টাল কেয়ার এন্ড আই কেয়ার ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক ও কর্মকর্তা এবং অতিথি বৃন্দ ।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন,দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার আজকের অবস্থানে পৌঁছেছে। দেশের মানুষের এই আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে আমরা এগিয়ে যেতে চাই।এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার দীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সব কর্মকর্তা–কর্মচারী, শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানের অতিথির মধ্যে বক্তব্য রাখেন, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন ফরাজি, ও সাংবাদিক রবিউল ইসলাম বলেন, এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার এরই মধ্যে ত্রিশালের মানুষের স্বাস্থ্য খাতে আস্থা ও এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ সারা দেশের মানুষের কাছে।’

২০০৯ সালে যাত্রা শুরু করে এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করুক এই আসা করে ব্যাক্ত উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!