
রাকিবুল হাসান ফরহাদ
ময়মনসিংহের ত্রিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রামের বাসিন্দা মোছাঃ বিলকিছ (৪৪) প্রায় ১০ বছর আগে স্বামীকে হারান। এরপর তিনি তিন মেয়ে সন্তান নিয়ে পিতার বাড়িতেই বসবাস করে আসছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দেড় বছর ধরে একই ইউনিয়নের দক্ষিণ বিয়ারা গ্রামের মোহাম্মদ আলী (৪৬), পিতা মজিবুর রহমান, নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ করে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত মোহাম্মদ আলী বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ ফিশারির পাশে একটি টিনের ঘরে নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে প্রায়ই সময় ওই ঘরে নিয়ে রাত্রীযাপন করতো এবং অনবরত ধর্ষণ করতো বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এর ফলে বর্তমানে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত প্রথমে আশ্বাস দিলেও পরবর্তীতে তালবাহানা শুরু করে। সর্বশেষ ২ সেপ্টেম্বর রাত ১টার দিকে স্থানীয় বালিপাড়া পয়েন্টে সালিশ ডেকে ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং পরিবর্তে নগদ ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয়। টাকা নিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়।
ঘটনার বিষয়ে স্থানীয়রা অবগত থাকলেও আপোষ মীমাংসার আশ্বাসে কিছুটা দেরিতে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী নারী।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।