আনোয়ার হোসেন তরফদার
ময়মনসিংহের ভালুকা পৌরসভার সেরা পৌর করদাতা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে(১১সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান, ওসমান গ্রুপ,ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা বিরেণ রায়, সালাহ উদ্দিন খান, ডা.মোশারফ হোসেন, হাতেম খান, আসাদুজ্জামান চৌধুরী মাসুদ। নিয়মিত করদাতা প্রতিষ্ঠান স্কয়ার টেক্সকম লিঃ,গ্লোরি টেক্সটাইল এপারেলস লিঃ, বিকন গ্রুপ, বাটারফ্লাই মেনুফেকচারিং কোম্পানি লিঃ। নিয়মিত সেরা করদাতারা হলেন,রুহুল আমিন মাসুদ,আহসান উল্লাহ খান রুবেল,মোখলেছুর রহমান মুকুল, মতিউর রহমান খান,ইকরামুল হক। কৃতি ছাত্র-ছাত্রীরা হলেন,মোহায়মিনুল ইসলাম ষ্পর্শ,সামিয়া মাহজেবিন সেয়ন্তী, মহত কুন্ডসহ ১৬জন। কৃতি শিক্ষার্থী ও করদাতাগণকে সনদ,ক্রেস্ট,কলম,চাবির রিং এর প্যাকেট প্রদান করা হয়। এ ছাড়াও ইংরেজি কুইজ সারাদেশের মধ্যে রৌপ্য পদক পায়, সামিয়া মাহজাবিন সেয়ন্তী, চিত্রাঙ্গন সারাদেশের মধ্যে রৌপ্য পদক পায়, মহৎ কুন্ড।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।