Header Image

দুর্গাপুরে সমাজসেবা কর্মকর্তার ফেইস বুকে পোস্ট,এলাকায় সমালোচনার ঝড়

মোঃ মাসুম বিল্লাহ,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে এবং ছাত্রদলের প্রার্থীদের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টগুলো দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে আজ শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টে আর সেই পোস্টগুলো পাওয়া যায়নি।

জানা গেছে, ছাত্রদল ও শিবিরের জিএস প্রার্থীর ভোটের ফলাফল সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেন কাছাকাছিও নাই। জরিপের সাথে মিল আছে। অভিনন্দন সত্য পথের পথিক। আরেকটি ফটোকার্ডে ভিপি প্রার্থীর ফলাফল প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন অভিনন্দন ও শুভ কামনা। সকল শুভ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই প্রত্যাশা রইল।

এই দুটি পোস্ট ঘিরেই তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পোস্ট করা হলে পরদিন বুধবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমাজের বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই প্রশ্ন তুলেছেন একজন সরকারি কর্মকর্তা এভাবে প্রকাশ্যে রাজনৈতিক পক্ষপাতমূলক পোস্ট দিতে পারেন কি না।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারি চাকরির নিয়মনীতি ভঙ্গ করে সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার রাজনৈতিক দলের প্রতি প্রকাশ্যে পক্ষপাতমূলক আচরণ করছেন।
এ বিষয়ে দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচীব মোঃ আল ইমরান সম্রাট গণি বলেন, তিনি চাকরিরত অবস্থায় জামায়াতে ইসলামীকে প্রচার-প্রচারণা করছেন, যা এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। প্রশাসনকে অবিলম্বে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে আশিকুর ইসলাম কমল বলেন, একজন ওসি ছাত্রদলকে শুভেচ্ছা জানানোর কারণে যদি প্রত্যাহার হতে হয়, তবে সমাজসেবা অফিসারকে কেন করা হচ্ছে না? আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহার করতে হবে।
দুর্গাপুর পৌর যুবদলের আহব্বায়ক
আবু সিদ্দিক রুক্কু হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অফিসারকে দ্রুত প্রত্যাহার করা না হলে আমরা কঠোর আন্দোলনে নামবো।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, গত দুই দিন ধরে ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি লগইন করতে পারছেন না। বিষয়টি নিয়ে জিডি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!