
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ছোটন দে (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকওয়া পরিবহনের একটি মিনিবাস বিদ্যুৎতের একটি টলি গাড়িকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে কয়েকজন শ্রমিকরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রামের সচিন্দ্র চন্দ্র দে’র ছেলে ছোটন দে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার এসআই আবুল কালাম বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।