Header Image

ল’এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ-এর ময়মনসিংহ সদর উপজেলা অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

 

গোলাম কিবরিয়া পলাশ

ল’এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ-এর ময়মনসিংহ সদর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন এবং পরিচিতি সভা আজ (১৫ সেপ্টেম্বর ২০২৫) তারিখে সোমবার বিকাল ৩.৩০টায় ময়মনসিংহ শহরের ৯৫/২, কেয়া ভবন, ভাটি কাশর, বড় বাড়ীর মোড়-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এডভোকেট আবু বকর ছিদ্দিক। প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন সংগঠনের ময়মনসিংহ বিভাগের সভাপতি জনাব লায়ন আবুল কালাম আজাদ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন: শেখ ফিরোজ আহমাদ, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগ, মোঃ তৌহিদুজ্জামান ছোটন, সিনিয়র সহ-সভাপতি (সাধারণ সম্পাদক), বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি, ময়মনসিংহ জেলা শাখা।

সভাপতিত্ব করেন: ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সভাপতি, ল’এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ, ময়মনসিংহ সদর উপজেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: তাসলিমা মাহজাবীন (জেবিন), সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগ, সহকারী অধ্যক্ষ এ এন কামরুজ্জামান সোহেল, সভাপতি, ময়মনসিংহ জেলা, মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা, মোঃ মামুন মিয়া, সভাপতি, ময়মনসিংহ মহানগর, মোঃ আমিনুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর, দেবব্রত গোস্বামী (অপূর্ব), সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক, ল’এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ, ময়মনসিংহ সদর উপজেলা।

সভার বক্তারা মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!