
রাকিবুল হাসান ফরহাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে যুবদলের উদ্যোগে ময়মনসিংহে ২৫ নং ওয়ার্ডে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার দিঘারকান্দা প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের মনোনয়ন প্রত্যাশী জোবায়েদ হোসেন শাকিল।
কর্মশালায় বক্তব্য রাখেন ২৫ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মিরাজ আলী, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই ও সোহাগ, সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর ২৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন আব্দুল ইনসান।
বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর তারা গুরুত্বারোপ করেন।