
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আফরোজ খান মডেল স্কুলে এস এস সি ২০২৫ ইং এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল ও দুপুর দুটি শিফটের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এই সংবর্ধনা স্কুল প্রাঙ্গনে দেওয়া হয়েছে।
আফরোজ খান মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ সফিউদ্দিন সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিদর্শক প্রফেসর ড. মোঃ দিদারুল ইসলাম,আফরোজ খান মডেল স্কুলের নির্বাহী কমিটির সভাপতি হাসিনা আফরোজ খান, নির্বাহী কমিটির সদস্য মনসুর আলম চন্দন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফরোজ খান মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। প্রধান শিক্ষক বক্তব্যে বলেন আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় সাফল্য অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা শিক্ষার্থীদের পাশে আছি। সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে।
