
বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও ত্রিশাল আসনের হাতপাখার মননয়োন প্রত্যাশি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ সাহেবের দিক নির্দেশনায় এবং বালিপাড়া ইসলামি আন্দোলনের সকল নেতা-কর্মীদের আর্থিক সহযোগিতায় বালিপাড়া ইউনিয়নের বিয়ারা আমিয়ান ডাংগুড়ি হাজি নিয়ামুল কক সাহেব এর বাড়ি থেকে বুইদ্দা হাজী বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি চলাচলের অনুপযোগী একটি রাস্তা মেরামত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানি জমে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
স্থানীয় ইসলামী আন্দোলনের নেতারা জানান, জনগণের সুবিধার্থে এবং চলাচল স্বাভাবিক করতে সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা মেরামতের উদ্যোগ নেন। তাদের সহযোগিতায় ধীরে ধীরে রাস্তাটি চলাচল উপযোগী করে তোলা হচ্ছে।
এতে স্থানীয় সাধারণ মানুষও অংশগ্রহণ করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার করুণ অবস্থার কারণে এলাকায় যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ইসলামী আন্দোলনের এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
এলাকাবাসী এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “রাস্তা সংস্কারের ফলে আমাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হলো।”
এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুল্লাহ হাবিব,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান তফা,ইসলামি আনন্দোলন ত্রিশাল পৌর শাখার সেক্রেটারি হাফিজুল ইসলাম, ইসলামি আনন্দোলন বাংলাদেশ বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদী,সহ সভাপতি হাফেজ মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ,
সেক্রেটারি মোঃ সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাদিউজ্জামান সানি
ইসলামী শ্রমিক আন্দোলন বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম লাল মিয়া, সহ সভাপতি আব্দুল মোমেন, এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ কাসেম কেরানি, ইউনুস, মাওলানা আব্দুল মোমেন
সংগঠনের নেতারা আরও জানান, জনগণের পাশে থেকে মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
