
মোঃ মনির হোসেন:
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা জনতা বাজার বণিক সমিতি ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদক, জুয়া, ইয়াবা, গাঁজা ও চুরি প্রতিরোধে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ইউনিয়নের কাঠমা জনতা বাজার মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
কাঠমা একতা বাজার বণিক সমিতির সভাপতি রকিবুল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মনির হোসেন পলাশ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদল আহ্বায়ক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর।
বক্তারা বলেন, সর্বনাশা মাদকের কারণে ধ্বংসের পথে যাচ্ছে তরুণ সমাজ। পাশাপাশি চুরি-ডাকাতির কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সম্প্রতি হাতেনাতে ধরা এক চোরকে থানায় সোপর্দ করা হলেও অন্য চোরদের দ্রুত গ্রেফতারের দাবিসহ প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও চোরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।