
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই যুবক আহত হওয়ার পাশাপাশি নগদ অর্থ ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামে।
অভিযোগে জানা যায়, উপজেলার রাংচাপড়া এলাকার মৃত আ. হেকিমের ছেলে হালিম উদ্দিন (৬২), হালিম উদ্দিনের ছেলে জালাল ফকির (৩৬), আলাল উদ্দিন (৩৪), বিল্লাল হোসেন (৪৫), জামাল উদ্দিন (৩৩), আলাল উদ্দিনের ছেলে নাঈম (২০) এবং একই এলাকার আল আমিন (৩০) সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেলিম মিয়ার বাড়িতে হামলা চালায়।
এ সময় সেলিম মিয়ার ছেলে শিহাব (২২) ও সিয়াম (১৮) কে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। শিহাবের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে তারা বসতঘরে ঢুকে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা লুট করে এবং দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে।
আহত শিহাব ও সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী সেলিম মিয়া ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।