
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়ন বিএনপির আহবায়ক এমদাদুল হক ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল খালেক (মেম্বার)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ত্রিশাল ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার সন্ধায় ত্রিশাল থানা বিএনপি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল ইউনিয়ন কৃষক দলের নবগঠিত আহবায়ক মাহাবুব তালুকদার,সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ সারোয়ার আলম (রতন) ও সদস্য সচিব হুমায়ুন কবিরসহ ইউনিয়ন কৃষক দলের সকল নেতৃবৃন্দ।
কৃষক দলের নবগঠিত নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আহবায়ক এমদাদুল হক বলেন, “বিএনপির অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকলে তৃণমূল পর্যায়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।”
অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়।