Header Image

ভালুকায় কারখানায় কাজ বন্ধ, বেতন ও চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকদের বিক্ষোভ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় অবস্থিত ওরিয়ন নীট টেক্সটাইল লিমিটেডে কাজ বন্ধ ও বেতন বকেয়ার প্রতিবাদে কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ করেছেন। রবিবার (৫ অক্টোবর) সকালে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া আইডিয়াল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর থেকে অর্ডার না থাকায় কারখানাটিতে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। মালিকপক্ষের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়া এবং চাকরি হারানোর আশঙ্কায় ৮০০ থেকে ১,০০০ জন শ্রমিক সড়কে নেমে আসেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন শ্রমিক তোতা মিয়া। তিনি জানান, কারখানায় কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও এখনও দেওয়া হয়নি। এছাড়া রিজাইন করা ৫৩ জন শ্রমিকের বেনিফিটসহ অন্যান্য পাওনাও এখনো পরিশোধ করা হয়নি।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৮ অক্টোবরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে কারখানা মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ভালুকা আর্মি ক্যাম্পের টহল দল, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকদের বিক্ষোভের মূল কারণ মালিকানা সংক্রান্ত বিরোধ। তিনি বলেন, “শিল্প পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন প্রদানের ব্যবস্থা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!