
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ঢাকা: ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ। বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র ‘এস আলম গং’-এর মাধ্যমে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যাংকে অদক্ষ ও অবৈধভাবে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
তারা বলেন, এ ধরনের নিয়োগের ফলে মেধাবী চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এবং ব্যাংকিং খাতে অদক্ষতা ও দুর্নীতির বিস্তার ঘটছে। বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া চালুর দাবি জানান।
অন্যদিকে, একই দাবিতে পৃথকভাবে মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। তারা বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও দক্ষতা ফিরিয়ে আনতে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত ছাঁটাই করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শ্লোগান তোলেন— “দুর্নীতি নয়, চাই মেধার মর্যাদা”, “অবৈধ নিয়োগ বাতিল করো, ব্যাংক বাঁচাও দেশের অর্থনীতি বাঁচাও”।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।