
মোঃ মনির হোসেন:
জামালপুরের ইসলামপুরে উপজেলা উন্নয়ন কমিটির অফিসে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে গত ৬ অক্টোবর (রবিবার) রাত আনুমানিক ১১টার দিকে ইসলামপুর পৌর এলাকার মার্কাজ মসজিদ রোডে অবস্থিত কমিটির কার্যালয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ১০-১৫ জন দুর্বৃত্ত রাতে অফিসে প্রবেশ করে আলমারি, চেয়ার, টেবিল, টিভি, ফাইলপত্রসহ বিভিন্ন মূল্যবান নথি ও সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এছাড়া তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এলোমেলো অবস্থায় ফেলে রেখে যায়।
পরদিন (৭ অক্টোবর) কমিটির সদস্য শান্ত মিয়া বাদী হয়ে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় আশপাশের কয়েকজন ঘটনাস্থলে পৌঁছালেও দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালাল জানান, অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র ও সরঞ্জাম হারিয়ে যাওয়ায় সংগঠনের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক, জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকত হাসান মিঞা বলেন, ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে আমি যে উন্নয়নের উদ্যোগ নিয়েছি, সেটিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।