
নিজস্ব প্রতিবেদকঃ
আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ত্রিশাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফেরদৌস আলম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মেম্বার, আব্দুল কাদির ও আব্দুর রহিম এবং সদস্য সচিব মোঃ ইউসুফ আলী স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন মোঃ রফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন। আহ্বায়কসহ মোট পাঁচজনকে স্বাক্ষরের ক্ষমতা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ জানিয়েছেন, নতুন এই কমিটির মাধ্যমে বালিপাড়া ইউনিয়নে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূলের কৃষকদের সংগঠিত করা সহজ হবে।