Header Image

ত্রিশালে ৩ শতাংশ জমি নিয়ে এলাকায় অস্থিরতা

 

রাকিবুল হাসান ফরহাদ

ময়মনসিংহের ত্রিশালে মাত্র ৩ শতাংশ জমিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও অস্থিরতা। জমি বিক্রি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এলাকায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওপাড়া মোড় এলাকায়। এ ঘটনায় ত্রিশাল থানায় উভয় পক্ষের পক্ষ থেকে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে বদিউজ্জামান বাবুল দীর্ঘদিন ধরে সালেহা বেগম নামে এক নারীর ৩ শতাংশ জমি ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি সালেহা বেগম উক্ত জমিটি তার স্বামীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি দাবি করে একই পরিবারের ভাতিজা হাসিম আজাদ গংদের কাছে বিক্রি করে দেন। এ বিক্রয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় হাসিম আজাদের ভাই মো. নাঈম বাদী হয়ে এক অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে এ বিরোধের জেরে বদিউজ্জামান বাবুল ও তার দুই ছেলে অতর্কিতভাবে শ্রাবন (১৭) ও ফারদিন (১০) নামে দুই কিশোরের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

অন্যদিকে, বদিউজ্জামান বাবুলও পাল্টা অভিযোগ দায়ের করে জানান, তাঁর দখলে থাকা ৬ শতাংশ জমি জোরপূর্বক কায়লাকরে (চুক্তিপত্রের মাধ্যমে) হাসিম আজাদ গংরা দখল করে নিয়েছেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে মারিনি। এলাকার লোকজন আমার জমি দখল করতে চাইছে, তাই আমি থানায় অভিযোগ করেছি।”

ভুক্তভোগী সালেহা বেগম বলেন, “প্রায় ২৫-২৬ বছর ধরে বাবুল আমার জমি অন্যায়ভাবে দখল করে রেখেছে। আমি জমি বিক্রি করে ন্যায্য মূল্য পেয়েছি, কিন্তু এখন সে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সরকারের কাছে বিচার ও নিরাপত্তা চাই।”

প্রতিবেশী জালাল উদ্দিন জানান, “বাবুল অসামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত এবং প্রায়ই নিরীহ মানুষের সঙ্গে ঝামেলা করে। সালেহা বেগম ও তার মেয়েকে কয়েকবার মারধর করেছে।”

হাসিম আজাদ বলেন, “আমি এবং আমার ভাই মো. নাঈম নওপাড়া মোড়ে সালেহা চাচির ৩ শতাংশ জমি ন্যায্য মূল্যে ক্রয় করেছি। কিন্তু বাবুল ভাই অবৈধভাবে সেই জমি দখল করে রেখেছে। আমি প্রতিবাদ করায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়। গত শুক্রবার আমি বাড়ি যাওয়ার সময় পেছন থেকে বাবুল ও তার ছেলে আমার গায়ে দা ছুড়ে মারে, পরে ছুরি নিয়ে হামলার চেষ্টা করে। এলাকাবাসীর সহযোগিতায় আমি বেঁচে যাই। সালেহা চাচি একজন বিধবা নারী—তার ওপর বাবুল দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে আসছে।”

সরজমিনে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে শতাধিক এলাকাবাসী জড়ো হয়ে প্রতিবাদ জানায়। তারা অভিযোগ করেন, “বাবুলই বিধবা সালেহা বেগমের প্রতি অন্যায় করছে। সে এলাকার প্রভাব খাটিয়ে জমি দখল করার চেষ্টা চালিয়েছে এবং নারীটির উপর নির্যাতন চালাচ্ছে।”

এ বিষয়ে ত্রিশাল থানার উপ-পরিদর্শক পলাশ কুমার রায় জানান, উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!