Header Image

ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাঠালী এলাকায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে অবস্থান নেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের উত্থাপিত ১০ দফা দাবিগুলো হলো—
১. সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. প্রতি মাসের বেতন মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করতে হবে।
৩. আজকের শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না।
৪. ওভারটাইম হার পূর্বের মতো ৬৮% রাখতে হবে, বর্তমান ৫২% হার বাতিল করতে হবে।
৫. হাজিরা বোনাস ১,০০০ টাকা নির্ধারণ করতে হবে।
৬. টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করতে হবে।
৭. প্রতিদিন ন্যূনতম ৪ ঘণ্টা ওভারটাইম দিতে হবে।
৮. অবসর গ্রহণের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
৯. শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০,৪১৭ টাকা নির্ধারণ করতে হবে।
১০. প্রতি বছর ন্যূনতম ১০% হারে বেতন বৃদ্ধি করতে হবে।

শ্রমিক নেতারা জানিয়েছেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!