মোঃ মাসুম বিল্লাহ,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোনার দুর্গাপুরে কলেজছাত্রী (১৮)কে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলী (৬০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার কুল্লাগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনি কার্যক্রম শেষে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত রবিবার (১২ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রী নিজে বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। জানা যায়, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত মোহাম্মদ আলী উপজেলার বাঐপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় গ্রাম্য কবিরাজি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রাম এলাকায় ভুক্তভোগীর বাবাকে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন। এ সময় তার নজর পড়ে ওই কলেজছাত্রীর ওপর। কয়েক মাস আগে তিনি প্রথমে কুপ্রস্তাব দিলেও, তাতে সাড়া দেননি ভুক্তভোগী।
পরে গত ৭ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে মোহাম্মদ আলী মুখ চেপে তাকে তুলে নিয়ে যায়। এরপর নির্জন মাল্টা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তিনি পালিয়ে যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনার পর অভিযুক্ত মোহাম্মদ আলী পলাতক ছিলেন। আজ সকালে অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।