
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
শনিবার ১৭ অক্টোবর দুপুরে মহানগর মজলিস কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল করিম স্হানীয় সাংবাদিক, মিডিয়া কর্মী ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ, সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান মাদানি, মাওলানা মশিউর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দেলুয়ার হোসাইন,সাংগঠনিক সম্পাদক নজমুস সাকিব, দপ্তর সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান,সমাজ কল্যান সম্পাদক ক্বারী এহসানুল হক সহ মহানগর শাখার নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ ৪ সদর আসনের দেয়াল ঘড়ি প্রতিকের প্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল করিম সাংবাদিকের নিকট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও আগামী নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতিকের বার্তা স্বস্ব স্হান থেকে জনগণের নিকট পৌঁছে দিতে আহবান জানান।
প্রতিশ্রুতি দিয়ে তিনি আরোও বলেন নির্বাচিত হলে আলেম-উলামা, দ্বীনদার-বুদ্ধিজীবী,সাংবাদিক ,শিক্ষাবিদ, পেশাজীবি সহ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে একটি কল্যানকর, ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সর্বোচ্চ ভূমিকা নিশ্চিত করবেন। বিভেদ নয় ঐক্য কল্যান মূলক রাষ্ট্র গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য গত ০৫ অক্টোবর ২০২৫ ইং ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন,ঢাকা,খেলাফত মজলিস ঘোষিত ২৫৬ আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ময়মনসিংহ ০৪ সদর আসনে অধ্যাপক মোঃ আব্দুল করিম চূড়ান্ত ভাবে মনোনীত হন। তিনি খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন।