Header Image

ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. সামিউল হক ফারুকীর পথসভা

 

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডে তিনি এক পথসভা ও গণসংযোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আমীর মাসুম, এবং পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর।

পথসভায় প্রধান অতিথি ছিলেন ড. সামিউল হক ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা আমীর রাশেদুজ্জামান, উপজেলা সেক্রেটারি আবু মোছা, উলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ড. ফারুকী বলেন, জনগণের ভোট ও দোয়া পেলে ইনসাফভিত্তিক আধুনিক ইসলামপুর গড়ে তুলবো। উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হবে আমার অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!