Header Image

ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মাওলানা ছামিউল হক ফারুকীর উঠান বৈঠক 

 

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুরে ব্যাপক জনসংযোগ ও উঠান বৈঠক কর্মসূচি পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১২নং চরগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পিরোজপুর এলাকায় অনুষ্ঠিত হয় এক উঠান বৈঠক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসন জামায়াত মনোনীত এমপি প্রার্থী, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকী।

 

চরগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি শাহিন সেখের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর রাশেদুজ্জামান,জেলা শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সেক্রেটারি আবু মুছা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী মনির হোসেন,চরগোয়ালিনী ইউনিয়নের সভাপতি আমিনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মনিরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ড. সামিউল হক ফারুকী তাঁর বক্তব্যে বলেন,ইনসাফভিত্তিক, আধুনিক ও উন্নত ইসলামপুর গড়ে তোলা আমার লক্ষ্য। জনগণের ভোট ও দোয়া পেলে আমি এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে থাকবে ন্যায়বিচার, সুশাসন ও উন্নয়নের সমন্বয়।ইসলামপুরের মানুষ বছরের পর বছর উন্নয়ন থেকে বঞ্চিত। এখন সময় এসেছে জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার। উন্নয়ন হবে মানুষের কল্যাণে, নয় দলীয় স্বার্থে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি ইসলামপুরের প্রতিটি মানুষ যেন নিজেদের প্রতিনিধি হিসেবে আমাকে কাছে পায়, সে ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,যে রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের বার্তা দেয়, সেটিই আমাদের রাজনীতি। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিরাপদ থাকবে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রেই হবে আমাদের অগ্রাধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!