
মো: ইয়াকুমুল ইসলাম
ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ নাজমুল ইসলাম। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে আজ বৃহস্পতিবার বেলা ৪ ঘটিকার সময় নাজমুল মেডিকেল হল এর পাশের মাঠে সম্মেলনে মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এহাছানুল বারী আম্মান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১ নং চরপুটিমারী ইউনিয়ন জামাতের প্রচার সম্পাদক সাইদুর রহমান সহ আরো অন্য অন্য নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন। তিনি নবনির্বাচিত সভাপতি ও কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “নবগঠিত নেতৃত্ব যেন আদর্শ, শিক্ষা ও সংগঠনের চেতনায় বলীয়ান হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে।”
সম্মেলনে বক্তারা ইসলামী আদর্শভিত্তিক ছাত্র নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন নেতৃত্বকে ভবিষ্যৎ কর্মকাণ্ডে dynamic ভূমিকা রাখার আহ্বান জানান।
স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শাখা দায়িত্বশীল ও সদস্যবৃন্দ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।
