Header Image

ইসলামপুরে আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 

মোঃ মনির হোসেন:

জামালপুরের ইসলামপুর উপজেলায় আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা এলাকায় কমিটির সভাপতি আলহাজ্ব শওকত হাসান মিঞার নিজ বাড়িতে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সভাপতি, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক, একই সঙ্গে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শওকত হাসান মিয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে আমি যে উন্নয়নের উদ্যোগ নিয়েছি, তা অব্যাহত রাখতে চাই। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনে আলোর পরশ বয়ে আনা। এজন্য উন্নয়ন কমিটির প্রতিটি সদস্যকে সততা, ঐক্য ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

সমাবেশে পাথর্শী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাবেক মেম্বার রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার ও অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলবান্ধা ইউনিয়নের সভাপতি পলিন, মহিলা নেত্রী সবুরা বেগম, পাথর্শী ইউনিয়নের মহিলা নেত্রী হাওয়া বেগম, পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি সিদ্দিক, সভানেত্রী আলেমা বেগম, ৪নং ওয়ার্ড সভাপতি আনার আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!