
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
শনিবার ২৫ অক্টোবর বাদ আসর ময়মনসিংহ টাউন হল মোড়ে ইসলামী ও সমমনা ০৮ দল ০৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখা।
জামায়াত, খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন, জাগপা সহ সমমনা ০৮ দল বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে ০৫ দফা দাবি পেশ করে খেলাফত মজলিস এর মহাসচিব ড.আহমদ আবদুল কাদের এবং সরকার কে আল্টিমেটাম দেয়।
মহানগর সভাপতি ও খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ ০৪ সদর আসনের দেয়াল ঘড়ি প্রতিক এর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ এর সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন জুলাই সনদের আইনি ভিত্তি অধ্যাদেশ জারী ও গণভোটের মাধ্যমেই হতে হবে এবং গণভোট নভেম্বর মাসেই করতে হবে।
সংসদের উচ্চ কক্ষে পি.আর পদ্ধতি চালু করতে হবে। আওয়ামী লীগ ও ১৪ দলের বিচার দৃশ্যমান করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে তাদের কে নিষিদ্ধ করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়াও বর্তমান দেশের বিরাজমান সমসাময়িক বিষয়ে নেতৃবৃন্দরা বলেন হত্যা,ধর্ষণ, অপহরণ সহ নানাবিধ কর্মকান্ড দেশ কে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। গাজীপুরে টি এন টি মসজিদের ইমাম কে অপহরণ ও ১৩ বছরের শিশু কে গণধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভারতীয় উগ্র ইসকন নিষিদ্ধের দাবী করেন। সারা দেশে প্রায় প্রতিদিন আগুনের ধোঁয়া আকাশ-বাতাস প্রকম্পিত করছে।
এগুলো দূর্ঘটনা নাকি পরিকল্পিত তা বের করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে আহবান জানান। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা মশিউর রহমান, মাওলানা নাজমুস সাকিব, মাওলানা মাহফুজুল হক অপু, মুফতি মাজহারুল ইসলাম, দেলুয়ার হোসাইন, হাফেজ নোমান আহমদ, ইন্জিনিয়ার মহসিন তালুকদার, সেনা কর্মকর্তা (অবঃ) চাঁন মিয়া, ছাত্র মজলিসের নেতা রাশেদুল ইসলাম রঞ্জুসহ প্রমূখ। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে সমাপ্ত হয়।
