Header Image

ফেসবুকে পরিচয়, বেড়াতে এসে ধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থী, যুবক আটক

 

মো: মাসুম বিল্লাহ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

নেত্রকোনার দুর্গাপুরে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রিংকু রংদী (২১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত রিংকু রংদী
দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামের সুপারসন চাম্বুগং এর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থীর (১৪) সাথে ৫/৬ মাস পূর্বে অভিযুক্ত রিংকু রংদীর পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। এ সুবাদে তাদের যোগাযোগ এবং এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী দুর্গাপুরের বন্ধুর বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়। পরে ওইদিন রিংকু শিক্ষার্থীকে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যায় তার বাড়িতে নিয়ে যায় এবং রাতে থাকতে বলে তাঁর বাসায়। এতে শিক্ষার্থী রাজি হয়ে রাতের খাবার খেয়ে তাঁর বাড়ির এক কক্ষে ঘুমিয় পড়ে সে এবং বাড়ির অন্য কক্ষে ঘুমায় রিংকু। ওই দিন রাত ১১ টার দিকে রিংকু কৌশল অবলম্বন করে শিক্ষার্থীর রুমে ঢুকে। এ সময় রিংকু শিক্ষার্থীকে বিভিন্ন ভয় ভিত্তি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আসে। তখন শিক্ষার্থী আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরবর্তীতে শিক্ষার্থী বিষয়টি ফোনে তার পরিবারকে জানায়। পরিবার দুর্গাপুর এসে বিষয়টি থানা পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলে এসে রিংকুকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন এই মামলায় অভিযুক্ত রিংকুকে আটক দেখায় পুলিশ।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করা হয়। আজ বুধবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!