Header Image

মেলান্দহে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

 

স্টাফ রিপোর্টার :

জামালপুরের মেলান্দহে ঘোষেরপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৯ নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল হক তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ছড়ানো মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আমিনুল ইসলাম বলেন—
“ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য ও আওয়ামী ফেসিস্ট পরিচিত ব্যক্তি—জুয়েল রানা, ফরহাদ হোসেন, মোসলেম উদ্দিন এবং তাদের দোসর কিছু কুচক্রী ইউপি সদস্য—আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভিত্তিহীন অভিযোগ তুলে আমাকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে। তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রশাসনের কাছেও মিথ্যা তথ্য সরবরাহ করছে। এই কর্মকাণ্ড শুধু একজন ব্যক্তি আমিনুল ইসলামকে নয়, ঘোষেরপাড়া ইউনিয়নের জনগণের গণরায়কেও অসম্মান করা হয়েছে।

তিনি অভিযোগের জবাবে বলেন—
“আমার বিরুদ্ধে উন্নয়ন কাজের অনিয়ম, পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা ও স্বজনপ্রীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ঘোষেরপাড়া ইউনিয়নে যেসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সবই যথাযথ প্রশাসনিক অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এসব প্রকল্পের কাজে আমার কোনো আত্মীয়-স্বজন জড়িত নন। আমি প্রশাসন বা দুর্নীতি দমন কমিশনের তদন্তকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন—“আমি সবসময় ন্যায় ও স্বচ্ছতার পক্ষে কাজ করেছি। যারা আজ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারাই অতীতে ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। আমি এসব বিষয়ে প্রশাসন ও দলীয় নেতৃত্বকে অবহিত করেছিলাম বলেই তারা প্রতিহিংসায় লিপ্ত হয়েছে।

প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। আমি কখনো দল বা ব্যক্তিস্বার্থে নয়, জনগণের কল্যাণে কাজ করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে কেউ জনগণের ভালোবাসা কেড়ে নিতে পারবে না।

তিনি প্রশাসন ও দলীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন এই অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। আমি আমার আয়-ব্যয়ের হিসাব, প্রকল্পের নথি ও ইউনিয়নের সব আর্থিক তথ্য জনসমক্ষে দিতে প্রস্তুত আছি।

তিনি সংবাদকর্মীদের উদ্দেশে বলেন—
আপনাদের অনুরোধ করবো, যাচাই-বাছাই ছাড়া কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করবেন না। আমি প্রয়োজনীয় সব কাগজপত্র সাংবাদিকদের সামনে উন্মুক্ত করতে প্রস্তুত।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন—
“আমি জনগণের সেবক, প্রভু নই। জনগণই আমার শক্তি। কেউ যদি আমার বিরুদ্ধে সত্যিকারের প্রমাণ দিতে পারে, আমি নিজেই পদত্যাগ করবো। কিন্তু মিথ্যা ও ষড়যন্ত্রের মুখে আমি নত হবো না। সত্যের জয় হবেই।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সমাজসেবক, শিক্ষক, ইমাম ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্যানেল চেয়ারম্যান আমিনুল হক একজন সৎ, পরিশ্রমী ও জনপ্রিয় নেতা। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ইউনিয়নের শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে।

বক্তারা প্রশাসন ও দলীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন—বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!