Header Image

গফরগাঁও–ভালুকা সড়ক ও প্রকল্প পরিদর্শন, উন্নয়ন ত্বরান্বিত করতে আলোচনা সভা

 

আনোয়ার হোসেন তরফদার

গফরগাঁও ও ভালুকা সড়ক এবং উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পরিদর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) জনাব এম এ আকমল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সদস্যের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) জনাব মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

 

সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় প্রধান অতিথি বলেন,সভায় সড়ক প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় প্রশাসন  প্রকৌশল বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তারা সড়ক অবকাঠামোর মান নিশ্চিত করতে একযোগে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!