
ত্রিশাল প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে অটো সি এনজি শ্রমিক ইউনিয়ন বালিপাড়া রোড শাখার উদ্যোগে চালক ভাইদের সঙ্গে এক মতবিনিময় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডের ব্র্যাকের মোড় সংলগ্ন এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল পৌর শ্রমিকদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহজান সরকার এর সভাপতিত্বে, ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শুভা এর সঞ্চলনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ত্রিশাল আসনের ধানের শীষ এর মনোনয়ন প্রত্যাশী ডাঃ মাহবুবুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ এনামুল হক ভূঁইয়া, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলেক চাঁন দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুন, পৌর শ্রমিকদলের আহবায়ক মোঃ সানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক একে এম মিঠুন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও বইলর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাহবুবুর আলম, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সোহাগ আহমেদ, উপজেলা নির্মাণ শ্রমিকদলের আহবায়ক শাহীন মিয়া ও সদস্য সচিব এরশাদ শেখ, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং উপজেলা নির্মাণ শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মিলন মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা,নিরাপদ সড়ক,শ্রমিক ইউনিয়নের সংগঠনগত কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান
এসময় বক্তারা আরও বলেন, শ্রমিকদের ঐক্য ও সচেতনতা বাড়াতে এ ধরনের সভা-সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শ্রমিকদের স্বার্থ রক্ষায় ইউনিয়নের নেতৃত্বকে আরও শক্তিশালী ও সংগঠিত করার আহ্বান জানান।
পথসভায় স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, চালক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
